E-Learning Academy

২০২০ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ এশিয়ার মধ্যে ২য় বেকারত্বের দেশ হিসেবে গণ্য হয় । যেখানে বেশিরভাগ শিক্ষিত যুব সমাজ বেকারত্বের মধ্যে দিয়ে যাচ্ছে। এটি দেশের জন্য অভিশাপ বলা যেতে পারে। বর্তমানে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে কিছুটা হলেও বেকারত্ব দূরীকরণ সম্ভব হচ্ছে। অনেক মানুষ ফ্রিল্যান্সিং শিখতে চায় বা আইটি প্রফেশনাল হতে চায়। তবে তারা জানেনা কোথায় থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে শিখবে। মূলত মানুষের এই ব্যাপক আগ্রহকে কাজে লাগাচ্ছে একটি পক্ষ। অনলাইনে ডলার আয়ের স্বপ্ন দেখিয়ে স্প্যামিং এবং শর্টকাট কিছু রাস্তা দেখিয়ে কোর্স করারনোর নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক বেকার যুবক-যুবতি। অঙ্কুরে বিনাশ হচ্ছে তাদের স্বপ্ন। চেষ্টা শেষে সঠিক গাইডলাইন না পেয়ে হতাশ হয়ে ছেড়ে দিচ্ছেন ফ্রিল্যান্সার হবার স্বপ্ন।

অথচ অনলাইনে অনেক অনেক রিসোর্স এবং গাইডলাইন আছে। একটু সার্চ করার দক্ষতা, কিছুটা ধৈর্য আর অধ্যাবসায় ঠিক রাখলেই হয়তো সেই রিসোর্স গুলোকে কাজে লাগিয়ে তারা ভালো কিছু শিখতে পারতো বা ভালো ফ্রিল্যান্সার হতে পারতো। কিন্তু বেশিরভাগ মানুষই শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে অনলাইনে থাকা এই বিশাল তথ্য ভান্ডারের কাছাকাছি পৌঁছাতে পারছেন না। জ্ঞান এবং আগ্রহের মধ্যে এই দূরত্ব ঘোচাতে কাজ করবে ই-লার্নিং একাডেমি। এখানে দক্ষ এবং অভিজ্ঞ আইটি প্রফেশনাল এবং ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা শেয়ার করবেন, নতুনদের গাইড করবেন এবং স্কিল ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবেন। সেই সাথে সাপোর্ট দিয়ে, মেন্টরিং করে পাশে থেকে সফল হওয়ার পথ দেখাবেন। শেখাতে আগ্রহী দক্ষ আইটি প্রফেশনাল এবং শিখতে আগ্রহী নতুনদের মাঝে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই ই-লার্নিং একাডেমীর যাত্রা শুরু অর্থাৎ ই-লার্নিং একাডেমি একটি শেখার প্লাটফর্ম বা কোর্স মার্কেটপ্লেস যেখানে অভিজ্ঞরা তাদের দক্ষতা শেয়ার করবেন এবং অন্যরা তা থেকে শিখবেন।

Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
eLearning Academy 2024 Privacy policy Terms of use Contact us Refund policy